header banner

বেসরকারি বাসে ফাইন মুকুব, কৃতজ্ঞ সাধারণ সম্পাদক

করোনা পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য সর্বস্তরেই অর্থনৈতিক মন্দা বিদ্যমান। ছোটো থেকে বড়ো প্রায় সব শিল্পই ভরাডুবিতে চলছে। বাদ যায়নি পরিবহন ব্যাবস্থাও। রেল পরিষেবা স্তব্ধ ছিল প্রায় সাড়ে সাত মাস। এছাড়াও লকডাউন পর্বে বাস এবং অন্যান্য পরিষেবা বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছে বহু বেসরকারি পরিবহন সংস্থাও। তার ওপর ছিল বিভিন্ন রকমের রক্ষণাবেক্ষণ এবং জরিমানা। তাই সমস্যায় পড়েছিল অধিকাংশ বেসরকারি বাসের মালিকেরা। {ads}
অতিমারীর সময়ে বেসরকারি গাড়িগুলির এই সমস্যাগুলিই মাথায় রেখে এবার মুকুব করে দেওয়া হল ফিটনেস সার্টিফিকেট এবং অন্যান্য জরিমানাগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজকেই ধন্যবাদ জানালেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। বারংবার কেন্দ্র এবং রাজ্যের পরিবহন দপ্তরে চিঠি পাঠানো এবং বৈঠক করার সত্ত্বেও আশানুরূপ কিছু ফলাফল আসেনি বলে জানিয়েছেন তিনি। ফলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বহু বেসরকারি বাস মালিকদের। তাই, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০২১ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত বিভিন্ন ফিটনেস সার্টিফিকেট এবং জরিমানার টাকা মুকুব করে দেওয়ায় অনেকটা স্বস্তি পেল তারা। {ads}
 

Private Bus Fine Wave Chief minister Mamata Banerjee

Last Updated :