header banner

পুরোনো ভাড়া কি ফিরবে?

article banner

লোকাল ট্রেন চালু হওয়ার পর এবার বেসরকারি বাসের ভাড়া কমানোর দাবি করলেন বাসযাত্রীরা। লকডাউনে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল লোকাল ট্রেন। কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ই নভেম্বর চালু হয়েছে লোকাল ট্রেন। যার ফলে বর্তমান সময়ে তারা চাইছেন বেসরকারি বাসগুলিকে আবার তাদের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়া উচিত। তা না হলে সাধারণ যাত্রীদের যে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা বলাই বাহুল্য। সরকারি বাসের সংখ্যাও অনেক কম এক্ষেত্রে বেসরকারি বাসের সংখ্যাও বাড়ানোর কথা বলছেন তারা। {ads}
লোকাল ট্রেন আর বাস হল সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ন মাধ্যম। লকডাউন এর পর আনলক পর্বে বিভিন্ন অফিস খুলে গেলেও চালু হয়নি লোকাল ট্রেন। সেই সময়ে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল বাস। তাই সেই সময় পরিস্থিতির সুযোগ নিয়ে ইচ্ছেমতো বাসের ভাড়া বাড়িয়েছিল বেসরকারি বাসগুলি। এই প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় জানিয়েছেন লকডাউনে দীর্ঘ সময় ধরে একমাত্র বেসরকারি বাস সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছে। শহর ও শহরতলির সমস্ত মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল বাস। তারা বহুদিন ধরেই বারবার বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর কথা বলেছিলেন। এখনও অফিশিয়ালি ভাড়া বাড়ানো হয়নি। তপন বাবুরা এখন চাইছেন ভাড়া বাড়ানো হোক এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়ান। না হলে বেসরকারি  বাস মালিকদের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন। এখন মুখ্যমন্ত্রী ভাড়া বাড়ানোর পক্ষে মতামত দেন নাকি সাধারণ মানুষের পাশে দাঁড়ান সেটাই দেখার। {ads}
 

Private Bus rent increase problem for passengers West Bengal

Last Updated :