header banner

নিশ্চিন্দা থানা এলাকায় জাতীয় সড়কের উপর, ট্রলারের ধাক্কায় চুরমার প্রাইভেট গাড়ি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রবিবার নিশ্চিন্দা থানা এলাকায় জাতীয় সড়কের উপর মাইতি পাড়ার কাছে দুর্ঘটনা। রাতে একটি প্রাইভেট গাড়ি কে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রেলার। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ট্রলারের ধাক্কায় প্রাইভেট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির মধ্যে আটকে পড়েন কমপক্ষে সাতজন। সকলেই আহত হলেও কারুর আঘাত সেইভাবে গুরুতর নয়। তাদের সকলকে উদ্ধার করার কাজ শুরু হয় দ্রুত। পুলিশ ও দমকল বাহিনী ছাড়াও স্থানীয়েরাও উদ্ধারকার্যে হাত লাগায়। ঘটনাটির কারনে মাইতি পাড়ার কাছে বিশাল যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা।

{link}
দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মধ্যে থাকা কুন্তল দেব জানান, পশ্চিম মেদিনীপুর থেকে বারাসাতের উদ্দেশ্যে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন। গাড়িতে মোট ৮ জন উপস্থিত ছিলেন। মাঝরাস্তায় হঠাতই ট্রেলারটি পিছন থেকে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এসে ধাক্কা মারে। ঘটনায় সকলেই আহত হলেও কারুর আঘাত সেইভাবে গুরুতর নয়। প্রশাসনের তরফ থেকে দ্রুত সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
{ads}

news Nischinda accident West Bengal সংবাদ

Last Updated :