নিজস্ব সংবাদদাতা, নদীয়া: পুনরায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হাসপাতাল চত্বর। বুধবার শান্তিপুর হাসপাতালের ঘটনায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। মৃত শিশুর পরিবারের অভিযোগ হাসপাতাল কতৃপক্ষ মৃত্যুর পরেও কোন পদক্ষেপ নেয়নি, উপরন্ত ঘটনাটিকে কেন্দ্র করে তারা রীতিমতো ব্যবসা করেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে বিপুল উত্তেজনা তৈরি হয় শান্তিপুর হাসপাতালেও ভেতরেও। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
{link}
বুধবার সকাল সাতটার সময় শান্তিপুর ২৩ নম্বর ওয়ার্ডের সূত্রাগর কাজীপাড়ার জুব্বার শেখ তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে শান্তিপুর হাসপাতালে ভর্তি করেন। তার কথা অনুযায়ী গতকাল রাতেই বাচ্চা মারা যাওয়ার পরেও তাদেরকে আজ আল্ট্রাসনোগ্রাফি করিয়ে, জানানো হয় বাচ্চার মৃত্যুর খবর। অন্যদিকে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও, গর্ভবতী মায়ের পেট থেকে মৃত বাচ্চা বের করার কোন ব্যবস্থা করেননি শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। এমনই অভিযোগ নিয়ে আজ শান্তিপুর হাসপাতালে রোগীর পরিবার বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ সকাল থেকেই নেই গাইনো ডাক্তার। এমনকি সুপারকে জানানো সত্ত্বেও তিনি খেতে গেছেন বলে কেটে গেছে চার ঘন্টা। যার ফলে গর্ভবতী ওই মহিলাকে নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে তার পরিবার। সেই চিন্তায় পরবর্তী সময়ে ধারন করেছে বিক্ষোভের রূপ। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সম্পূর্ন বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।
{ads}