header banner

ভাটপাড়া পৌরসভার অন্দরে চেয়ারম্যানের ঘরের সামনে পেনশনের দাবিতে বিক্ষোভ

article banner

নিজস্ব সংবাদদাতা: ভাটপাড়া পৌরসভার অন্দরে চেয়ারম্যানের ঘরের সামনেই মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখালেন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা। দীর্ঘদিন ধরেই পেনশন না পাওয়ায় মাঝেমধ্যেই  ভাটপাড়া পৌরসভায়  বিক্ষোভ দেখান অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। জানা গিয়েছে, দীর্ঘ টালবাহানার মাঝেই  ফের আড়াই মাস বন্ধ করে দেওয়া হয়েছে পেনশন। ন্যায্য পেনশনের দাবি জানিয়ে আজ ভাটপাড়া পৌরসভায় চেয়ারম্যানের ঘরের সামনে  বিক্ষোভ দেখায়  অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। তাদের দাবি,  আমরা পেনশন পাচ্ছি না। পুর কর্তৃপক্ষের তাতে কোন হেলদোল নেই। আমরা চাই অবিলম্বে আমাদের পেনশন  প্রতিমাসেই দেওয়া হোক। গোটা বিষয় জানাতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সাথে দেখা করেন পেনশেন প্রাপকদের একাংশ। এখন দেখার বিষয় আদৌ ঠিকভাবে প্রাপ্য পেনশন দেওয়া হয় নাকি প্রাপক দের পৌরসভার তরফে। তা না দেওয়া হলে আরও বড়ো বিক্ষোভের ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীরা। 

{ads}

news Bhatpara Municipality West Bengal protest সংবাদ

Last Updated :