header banner

নিয়োগের দাবিতে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকুরি প্রার্থীদের বিক্ষোভ হাওড়ায়

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গেজেট মেনে সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন্ডদের চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে মঙ্গলবার দুপুরে হাওড়ার জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান "ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকুরি প্রার্থী"রা। তাদের অভিযোগ, ৯ বছর পার হয়ে গেছে অথচ তাদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এর আগে আপার প্রাইমারিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেটা আদালতের নির্দেশে বাতিল করে দেওয়া হয়। আদালত জানিয়েছিল ২০২১ সালের ৩১ জুলাই এর মধ্যে সব নিয়োগ সম্পূর্ণ করতে হবে। কিন্তু তারপরেও তাদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা আন্দোলন শুরু করেছেন। যদি তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করা না হয় তাহলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।

{link}
বিক্ষোভকারি চাকরীপ্রার্থীদের মধ্যে একজন জানান। কমিশনের ব্যর্থতার কারনে আমাদের জীবনের ৯টি গুরুত্বপূর্ন বছর নষ্ট হয়েছে। আমাদের বাবা-মায়েরা এভাবে বঞ্চিত হওয়ার জন্য আমাদের বড়ো করেনি। যদি শীঘ্রই তাদের দাবি না মানা হয়, তাহলে তারা আরও বড়ো আন্দোলনের পথে অগ্রসর হবেন। আমরন অনশনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তাদের তরফে। একাধিক দূর্ণীতির কারনে দীর্ঘদিন ধরেই কাঠগড়ার উঠছে রাজ্যের শিক্ষা ও নিয়োগ ব্যবস্থা। একের পর এক বেরিয়ে পড়ছে দূর্নীতি জর্জরিত ক্ষত। অন্যদিকে স্বচ্ছ নিয়োগের আশায় বসে আছেন কিছু যোগ্য মানুষ। কবে মিলবে চাকরি? উত্তর জানা নেই… 
{ads}

news Howrah West Bengal TET Scam Protest সংবাদ

Last Updated :