header banner

গলশি খানা জংশন রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস আটকে বিক্ষোভ যাত্রীদের

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: গলশির খানা জংশন রেল স্টেশনে বুধবার সকাল ৯:৩০ নাগাদ দিল্লি থেকে আগত রাজধানী এক্সপ্রেস কে আটকে বিক্ষোভ এলাকাবাসীর। এদিন সকাল ন'টা থেকে রেললাইন অবরোধ করে কয়েকশো মানুষ দাঁড়িয়ে থাকেন রেল লাইনের উপর। যার ফলে দীর্ঘ সময় ধরে দূরপাল্লার এই ট্রেন বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষন অবরোধ চলার পর পুলিশ এসে আলোচনার পর অবরোধ তুলতে সক্ষম হয়। 

{link}
বিক্ষোভকারিদের বক্তব্য প্রতিদিন সকাল আটটা থেকে লুপ লাইনের কোন ট্রেনকে যেতে দেওয়া হয় না শুধু মেইল ট্রেন কে পাস করানো হয়। যার ফলে নিত্যযাত্রীদের কর্মস্থল পৌঁছাতে খুব অসুবিধা হয়। বহুবার পূর্ব রেলের হাওড়া ডিভিশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আরপিএফ পুলিশ ও জিআরপি পুলিশ আধিকারিকদের জানানো হয়েছে কোন সুরাহা মেলেনি। প্রতিদিন একইভাবে সমস্ত লোকাল ট্রেন কে আটকে রেখে মেইল ট্রেন পাশ করানো হয়। কাজের ক্ষতির সম্মুখীন হয় সাধারণ যাত্রী। আর সেই কারণেই খানা জংশন রেলস্টেশনে রেল লাইনে দাঁড়িয়ে অবরোধ ও বিক্ষোভ দেখালো খানা জংশন স্টেশনে আসা মানুষজন।  এখন দেখার তাদের এই বিক্ষোভের ফলে রেলের সময়সূচীর কোনও পরিবর্তন হয় কি না। 
{ads}

news Galsi Railway Rajdhani express protest passenger সংবাদ

Last Updated :