header banner

JEE Main : প্রকাশিত , রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল (JEE Main)।  বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল (West Bengal) জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর সভাপতি মলয়েন্দু সাহা সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন।পরীক্ষা হয়েছিল ২৮ এপ্রিল ’২৪। ফল প্রকাশ হল বৃহস্পতিবার ৬ জুন।

{link}

করোনা পরবর্তীতে ২০২১ এর পর আবারও মেধাতালিকায় চারজনের নাম। যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্র।প্রথম বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছে কল্যাণীর শুভ্রদীপ পাল। তৃতীয় হয়েছেন বিবস্বন বিশ্বাস। নদিয়ার বিবস্বন আইএসসিই বোর্ডের পড়ুয়া। চতুর্থ স্থানে আছে শিলিগুড়ির ইরাদ্রি বসু খাউন্ড। পঞ্চম স্থানে সাউথ পয়েন্টের ময়ূখ চৌধুরি। ষষ্ঠ স্থানে হুগলির ঋতম ব্যানার্জি।

{link}

মেধাতালিকায় (merit list) প্রথম দশের মধ্যে চার জন রয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। চার জন সিবিএসই বোর্ডের। প্রসঙ্গত, প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া। এবার পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ১৩ হাজার ৪৯২। পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন। পাশের হার ৯৯.‌৫৩ শতাংশ।

{ads}

News Breaking News Published Joint Entrance Result Exam District West Bengal Education merit list Higher Secondary Education Council Bankura KingShuk Patra ISCE Board JEE Main CBSE Board

Last Updated :