header banner

ঝাড়গ্রামে উদ্ধার ১৫ ফুটের অজগর সাপ

article banner

গ্রামের পাশেই জঙ্গল, সেখানেই ঝোঁপের মাঝে আরামে হালকা রোদ ছায়ায় বিশ্রাম নিচ্ছেন তিনি। চারপাশে কি হচ্ছে সেসব কিছু নিয়েই কোন হেলদোল নেই তার। তিনি কে? সেই ছোট বেলায় ‘অ’ অক্ষর দিয়ে পড়া কবিতা মনে আছে? অ-য়ে অজগর আসছে তেড়ে, ওই আমটি খাব পেড়ে এখানেও ঘটনা অনেকটা এইরকমই। তবে এখানে গাছের নীচে নয় মাটির উপরেই ঝোপের আড়ালে বিশ্রাম নিচ্ছে প্রায় ১৫ ফুটের বিশাল অজগর। 
ঝাড়গ্রামের ঘৃতক্ষাম গ্রামের পাশে কাজলার জঙ্গলে বিশাল আকার এই অজগরটিকে দেখতে পাওয়া যায়। জানাজানি হতেই লোকের ভিড় জমতে থাকে সাপটিকে ঘিরে। গ্রামবাসীরাই খবর দেয় বনদপ্তর কে। কিন্তু এতোবড়ো সাপ এতো সামনে দেখা সত্বেও কেউ সাপটিকে আঘাত করেনি। পরে বন্দপ্তর এসে উদ্ধার করে বিশালকার এই অজগরকে। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হলৈচ্চি এ বিষয়ে জানান ঝাড়গ্রামে প্রায় সব জঙ্গলেই অজগর সহ বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়। কোন কারনে এই সাপটি সামনে চলে এসেছিল। সাপটিকে উদ্ধার করা হয়েছে, পরে তাকে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।   


{ads}

Python Snake Jhargram Animals Rescue West Bengal Rural Areas Forest West Bengal Forest Department India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article