header banner

Berhampore : মন্দিরের প্রণামী বাক্সেও এবার QR কোড

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে ভারত ডিজিটাল ভারতে রূপান্তরিত হতে চলেছে। অর সেই কারণেই ফুচকার দোকান থেকে শুরু করে সর্বত্র QR কোড ব্যবহার করা হচ্ছে। এবার তা মন্দিরের প্রণামী বাক্সে। বহরমপুরের (Berhampore) নওদা ব্লকের পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দির কর্তৃপক্ষ ওই পোস্টার বিলি শুরু করেছে। মন্দিরের প্রণামী বাক্সের পাশে ওই ‘কিউআর কোড’ দিয়ে দেওয়াও হয়েছে। কর্তৃপক্ষের অভিনব উদ্যোগে খুশি হয়ে মোবাইল থেকেই কোড স্ক্যান করে প্রণামীর টাকা পাঠাচ্ছেন এলাকার মানুষ।

{link}

নওদা থানার (Nowda Police Station) পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহর লীলা কীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী ২ এপ্রিল থেকে ওই মহাযজ্ঞ শুরু হবে। ৫ দিন ধরে ওই অনুষ্ঠানে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবেন। ওই অনুষ্ঠানের আয়োজকরা চাঁদা তুলতে এবার ‘কিউ আর কোড’ চালু করলেন। এই বিষয়ে রাধাগোবিন্দ মন্দির কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, “তাঁদের বড় মন্দিরের বাইরের গেটে একটি প্রণামী বাক্স রয়েছে। সেখানেই এলাকার মানুষ ২-৫ টাকা চাঁদা দিয়ে থাকেন।

{link}

মাসদুয়েক আগে সেই বাক্স থেকে টাকাপয়সা চুরি হয়ে যায়। আগামী কয়েকদিনের মহাযজ্ঞে প্রায় পাঁচ-ছয় লক্ষ টাকা খরচ হবে। সেই টাকা তুলতে এবার ‘কিউ আর কোড’ চালু করা হয়েছে।” তাতে একদিকে যেমন চুরি আটকানো যাবে তেমনি অনেকেই এখন অনলাইনে টাকা লেনদেন করেন। তাঁদের সুবিধা হবে সে কারণেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মন্দিরের বাইরে একটি প্রণামী বাক্স আছে তাতে বড় একটি তালা দেওয়া হয়েছে।

{ads}

News Breaking News Berhampore QR code সংবাদ

Last Updated :