শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পরপর দুটো রবিবার SSC -র পরীক্ষা হলো। পরীক্ষা নির্বিগ্নে হয়েছে। এবার প্রশ্ন রেজাল্ট কবে বের হবে। সেই নিয়েই রবিবার সন্ধ্যায় ব্রাত্য বসু (Bratya Basu) সাংবাদিক সম্মেলন করেন। এদিন সাংবাদিক বৈঠকে তাঁর পাশে ছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। শিক্ষামন্ত্রীর কথায়, 'কয়েকদিনের মধ্যেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র আপলোড করা হবে। তারপর পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে।' জানা গিয়েছে, পরীক্ষার্থীদের ফিডব্যাকের জন্য পাঁচ দিন সময় দেওয়া হবে। এরপরই ইন্টারভিউয়ের জন্য প্যানেল প্রকাশ করবে কমিশন।
{link}
ওয়েবসাইটে নম্বর বিভাজনও আপলোড করা হবে। ব্রাত্য বসু জানান, নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে। অর্থাৎ লিখিত পরীক্ষার পাশাপাশি এবার থেকে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও স্বচ্ছতার বার্তা দিল স্কুল সার্ভিস কমিশন। যতই স্বচ্ছতার কথা শিক্ষামন্ত্রী বলুন না কেন, পরীক্ষার্থী ও নাগরিক মহলের মন থেকে সংশয় দূর হচ্ছে না।চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথায়, 'আগামী ১৬ সেপ্টেম্বর নবম-দশমের উত্তরপত্র ওএমআর শিট আপলোড করা হবে। একাদশ-দ্বাদশের উত্তরপত্র প্রকাশ করা হতে পারে ২০ সেপ্টেম্বর।' এসএসসি সূত্রে আরও খবর, এ বছর কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রথম আবেদনকারীদের হাতে দেওয়া হচ্ছে ওএমআর শিটের (OMR sheet) কপি। লিখিত পরীক্ষার পরেই দেওয়া হয়েছে মডেল উত্তরপত্র।
{link}
পরীক্ষার্থীরা চাইলে নিজেদের দাবি বা মতামত জানাতে পারবেন। পাঁচ দিনের সুযোগ থাকছে। এরপর প্রকাশ করা হবে ইন্টারভিউয়ের তালিকা, নম্বর বিভাজন। ইন্টারভিউ প্যানেলের মেয়াদ শেষ হলেও দুই বছর তা সংরক্ষিত থাকবে। ওএমআর শিট রাখা হবে ১০ বছর পর্যন্ত। অর্থাৎ আগামিদিনে যাতে কোনও রকম আইনি জটিলতায় পড়তে না হয়, সেই বিষয়ে সতর্ক কমিশন।
{ads}