হাওড়ার চ্যাটার্জীহাট এলাকায় একটি রেস্তোরাঁয় গতকাল রাতে দুই যুবক হামলা করে।
সেই সময় দোকান বন্ধ করছিলেন দোকানের কর্মরত লোকেরা ।তাঁরা অকারণে টাকা দাবি করে না দেওয়াতে তাঁরা হামলা চালায় , যা দেখা গেছে সি.সি.টি.ভি ফুটেজে ।ফোন করে আরও লোক ডেকে মারধর করে তাঁরা রেস্তোরার মালিককেও| রেস্তোরার মালিক অভিযোগ দায়ের করে হাওড়া চ্যাটার্জি হাট থানায় |{ads}