header banner

বুধবার ছয় দিনের সফরে কলকাতায় এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

article banner

নিজস্ব সংবাদদাতা: আরএসএস প্রধান মোহন ভাগবত এলেন কলকাতায়। বুধবার ছয় দিনের সফরে কলকাতায় আসেন তিনি। আগামী সোমবার পর্যন্ত তিনি রাজ্যেই থাকবেন। সূত্রের খবর, এই ৬ দিনের সফরে মোহন ভাগবত বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন রাজ্যের বিশিষ্টদের সঙ্গে। তিনদিন থাকবেন সংঘের সংগঠনিক বৈঠকে এবং শেষ দিন শহীদ মিনারে সংঘের প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেবেন।

{link}

আরএসএস প্রধান মোহন ভাগবত বুধবার হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেসে ভোর সোয়া ৫টায় হাওড়া স্টেশনে এসে পৌঁছান। সেখান থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হন। কলকাতায় আরএসএস-এর সাংগঠনিক বৈঠক আছে। আর এই কর্মসূচিতে অংশ নিতেই তিনি কলকাতায় এসেছেন। এদিন হাওড়া স্টেশনে কড়া নিরাপত্তা নেওয়া হয়। মোহন ভাগবত ট্রেন থেকে নেমে ব্যাটারিচালিত গাড়ি ব্যবহার না করে হেঁটেই নিজের গাড়িতে পৌঁছান। এরপর সড়কপথে হাওড়া স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। তবে তিনি সাংবাদিকদের সাথে কোনরকম কথা বলেননি।

{ads}

news BJP Kolkata West Bengal RSS Mohan Bhagwat সংবাদ

Last Updated :