শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : হুগলীর (Hooghly) সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) অভিনয় জগতের মতো ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছে রাজনীতির (Politics) জগতেও। তিনি নিয়মিত জন সংযোগ রক্ষা করে চলেছেন। বৃহস্পতিবার পান্ডুয়ার (Pandua) ইলছোবা মন্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে (Ilsoba Mondlai High School) কমিউনিটি টয়লেট উদ্বোধন করেন হুগলির সাংসদ।
{link}
২০২৪-২৫ অর্থবর্ষের সাংসদ তহবিলের প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয় করে এই বিদ্যালয়ে ছাত্রীদের জন্য টয়লেট তৈরি করা হয়েছে। এদিন সাংসদ রচনা উদ্বোধন করলেন। সাংসদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়ার বিডিও শ্বেবন্তী বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। এদিন দুর্গাপুজোর কেনাকাটা থেকে শুরু করে স্কুল জীবনের নস্ট্যালজিয়া সহ বেশ কিছু বিষয়ে কথা বলেন রচনা।
{link}
এই বিষয়ে সাংসদ বিস্তারিত আলোচনা করেন। প্রচুর কথা বলেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এবার পুজোয় বৃষ্টি হতে পারে। তাহলে কি ছাতা নিয়ে ঠাকুর দেখতে বেরোতে হবে? এই বিষয়ে তৃণমূল সাংসদ বলেন, পুজোয় যেন বৃষ্টি না হয়। সবাই যেন খুব আনন্দ করে। সারাবছর মানুষ এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। এই দিনগুলিতে যেন বৃষ্টি না হয়। পুজো এবার অনেক এগিয়ে এসেছে। সবার একটা ভয় আছে, তবে আশা করি বৃষ্টি হবে না।
{ads}