শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিষয় জগদ্ধাত্রী পুজো। রচনা বন্দ্যোপাধ্যায় এখন সাংসদ বলে কথা। তাঁকে তো এলাকায় যেতেই হবে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই দিন পান্ডুয়ার পর সিঙ্গুরে উপস্থিত হন তৃণমূল সাংসদ। সিঙ্গুরের রতনপুরে উদয় সংঘ ক্লাবে ৫০তম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মঙ্গলবার এই দিন শোভাযাত্রা আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না।
{link}
তাঁদের সঙ্গেই পা মেলান রচনা বন্দ্যোপাধ্যায়। সবুজ পতাকা নাড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন সাংসদ। রাস্তার দুদিকে ভিড় ছিল চোখে পড়ার মতো।সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন, এভাবেই তিনি মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চান। তিনি আরও বলেন,''সবাই অনেক কিছু নিয়ে হাঁটছে। আমাকে বলল ত্রিশুল ধরতে আমি ত্রিশুল ধরে হাঁটলাম । তাছাড়া জগদ্ধাত্রী পুজোয় আগে কোনওদিনও আসা হয়নি। এবারে এসে খুব ভালো লাগছে।
{link}
সব কিছুর মাঝে সিঙ্গুর একটা আলাদা অনুভূতির জায়গা। সারা পশ্চিমবঙ্গের মানুষ সিঙ্গুরকে ভালোবাসে। তাই সিঙ্গুরে এসে সবার সাথে একসঙ্গে থাকতে খুব ভালো লাগলো।” তাঁর মিছিলে প্রচুর মহিলা উপস্থিত ছিলেন।
{ads}