header banner

Asansol : আটশো কিলো ফুল দিয়ে অভিষেক করা হয়েছে রাধাকৃষ্ণ বিগ্রহকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কলিযুগের অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব দিবস সারা বিশ্বে দোল উৎসব হিসাবে পালন করা হয়। আসানসোল শিল্পাঞ্চলের বার্ণপুরের টাউন পূজা প্রাঙ্গণে  রাধাকৃষ্ণ কে আট কুইন্টাল ফুল দিয়ে পুস্প অভিষেক করা হয়। সোমবার সন্ধ্যায় বার্ণপুর টাউন পূজা প্রাঙ্গণে রাধাকৃষ্ণর পুস্পাভিষেক দেখতে অগণিত ভক্তের সমাগম ঘটে। মন্দিরের স্বেচ্ছাসেবক অভিজিৎ পাল জানান বিগত চার বছর ধরে বার্ণপুরের টাউন পূজা প্রাঙ্গণে রাধাকৃষ্ণ কে পুস্প অভিষেক করা হয়, বৃন্দাবনে দোলের দিন রাধাকৃষ্ণ বিগ্রহকে পুস্প দিয়ে অভিষেক করা হয় বার্ণপুরের রাধাকৃষ্ণ বিগ্রহকে গত বছর চারশো কিলো পুস্প দিয়ে অভিষেক করা হয়েছিল এবং এই বছর আটশো কিলো ফুল দিয়ে অভিষেক করা হয়েছে। পুস্প অভিষেক দেখতে কয়েক হাজার ভক্ত উপস্থিত হয়েছিলেন।

{ads}

News Festival Holi Asansol West Bengal Radhakrishna সংবাদ

Last Updated :