নিজস্ব সংবাদদাতা, হাওড়া: এবার ব্যান্ড বাজিয়ে রেল অবরোধ করলেন হকাররা। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে এই অবরোধ হয়। দুপুর ২ থেকে কিছুক্ষণ অবরোধ হয়। হকারদের উপর আরপিএফের জুলম বন্ধ করার দাবিতেই এই অবরোধে সামিল হন হকাররা। প্রায় ১০ মিনিট ধরে লাইনের উপর দাঁড়িয়ে ব্যান্ড বাজিয়ে স্লোগান দিয়ে চলে বিক্ষোভ। তারপর পুলিশ এসে কথাবার্তা বলে অবরোধ তুলতে সক্ষম হয়।
{link}}
অভিযোগ এদিন সকালে দক্ষিণ পূর্ব রেলের শালিমার ষ্টেশন থেকে এক হকারকে আটক করার পাশাপাশি তাকে জরিমানা করেছিল আরপিএফ। কিন্তু ওই হকার জরিমানার টাকা দিতে না পারায় তাকে আদালতে পাঠানো হয়। এই নিয়েই আরপিএফের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন হকাররা। অবরোধকারীরা লাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। রেল সূত্রের খবর, নলপুর ষ্টেশনে ১০ মিনিট অবরোধ হয়। তবে এতে ট্রেন চলাচলে তেমন কোনও প্রভাব পড়েনি।
{ads}