header banner

Murshidabad: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকাশিমবাজার নতুন ট্রেনের উদ্বোধন করেন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান আজিমগঞ্জ- নশিপুর রেলব্রিজের উপর দিয়ে ছুটলো যাত্রীবাহী ট্রেন

মুর্শিদাবাদ: 

মুর্শিদাবাদ জেলাবাসীর দীর্ঘ ২০ বছর প্রতীক্ষার অবসান আজিমগঞ্জ - নশিপুর রেলব্রিজ উপর দিয়ে ছুটলো যাত্রীবাহী ট্রেন। বুধবার আজিমগঞ্জ -কাশিমবাজার নতুন ট্রেনের ভর্চুয়াল শুভ উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

{link}

 ২রা অক্টোবর ট্রেনের উদ্বোধন হলেও ৪ঠা অক্টোবর থেকে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হবে। অবশেষে মুর্শিদাবাদ বাসির দীর্ঘ দিনের স্বপ্নপূরণ,  আজিমগঞ্জ থেকে দু'জোড়া মেমু ট্রেন চলবে কাশিমবাজার পর্যন্ত এক জোড়া কৃষ্ণনগর পর্যন্ত। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবুতাহের খান, লালবাগের বিধায়ক গৌরী সংঙ্কর ঘোষ, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ প্ৰমুখ।

{link}

২র অক্টোবর মহালয়া দেবীপক্ষের সূচনা দেবীপক্ষের মা দুর্গার চক্ষুদান, অপরদিকে মহাত্মা গান্ধীর জন্ম দিবস ,এই শুভ সন্ধিক্ষণেই দীর্ঘ ২০ বছর প্রতীক্ষার ফল পেল মুর্শিদাবাদ বাসি। আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন ছুটলো নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে যা দেখার জন্য স্টেশন চত্ত্বর ও নসিপুর রেল ব্রিজের দুই ধারে জনসাধারণের আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ ভিড় ছিল চোখে পড়ার মত।

{ads}

news breaking news train opening ceremony Murshidabad সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article