header banner

আনন্দময়ীর আরাধনায় বর্ষণের ছায়া

 

 তিনি করুণাময়ী , তিনি এই ধরিত্রীর মা হয়তো তিনি ও চান না তাঁর সন্তানেরা এই মহামারিতে  ঘর থেকে বাইরে বেড়িয়ে তাঁকে দর্শন করতে যাক , করোনার থাবা যাতে আর কোন সুখী পরিবারে দুঃখ মেঘের আবরণে মেলে না ধরে তাই বৃষ্টি আকারে ঝরে পরতে চলেছে এই ভুমিতে ।{ads}
 বৃষ্টিতে ভেসে যেতে চলেছে দুর্গাপুজোর ক'দিন ।সপ্তমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর ও দুই পরগনায় ক্ষতির আশঙ্কা। কলকাতা ,হাওড়া্ , হুগলিতে বইবে ঝোড়ো হওয়া। অতিবৃষ্টিতে জল জমতে পারে শহরে।নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি আসছে। অভিমুখ বাংলাদেশ।
মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের অভিমুখ ছিল অন্ধ্র প্রদেশ উপকূলে। স্থলভাগের না ঢুকে সেটি অভিভুত পরিবর্তন করে।আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে এটি ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে বাংলাদেশের দিকে এগোবে।পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি এসে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে সমুদ্র উত্তাল হবে বইবে ঝোড়ো হাওয়া।
আজ থেকেই পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ৩৭ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শুক্র ও শনিবার ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলিতে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
{ads}
এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন রাজ্যে। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
 মহষষ্ঠী অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ 24 পরগনা তে ভারী বৃষ্টির সর্তকতা।  মহাসপ্তমীতে বৃষ্টি আরো বাড়বে দক্ষিণবঙ্গে । পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি ও নদীয়াতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গেও।
মৎস্যজীবীদের ২৪ শে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৩ ও ২৪ শে অক্টোবর শুক্র ও শনিবার সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। পর্যটকদের জন্য রয়েছে নিষেধাজ্ঞা। সমুদ্রের সৈকতে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার পর্যন্ত। দীঘা মন্দারমনি সাগর বকখালি  সমুদ্র তটে পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছ।
এই ঝড় বৃষ্টির ফলে কলকাতাসহ হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পুজোমণ্ডপে প্রভাব পড়তে পারে। কোলকাতা সহ এই জেলাগুলির শহরের বেশ কিছু জায়গায় জলমগ্ন হতে পারে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পুরসভা এলাকাগুলির বেশ কিছু এলাকায় জলমগ্ন হতে পারে। 
{ads}

Chief Minister West Bengal Durga Puja kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 food covid19 independence freedom fighter news media religion district cit

Last Updated :