header banner

Sikkim : সিকিমে বৃষ্টি অব্যাহত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সিকিমের (Sikkim) পাহাড়ে বৃষ্টি অব্যাহত। নতুন করে সিকিমের কিছু জায়গায় ধসের পাশাপাশি ধস বিধ্বস্থ লাচুংয়ের যাতায়াত ব্যবস্থা এখনও স্বাভাবিক হয় নি বলে জানিয়েছে সিকিম প্রশাসন। আবারও সিকিমে বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আইএমডি। বুধবার থেকে আইএমডি তরফ থেকে অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে সিকিমে।

{link}

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গ্যাংটক, নামচি, মঙ্গন সহ বেশ কিছু জেলায়। সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভারি বৃষ্টি হলে ফের বিপর্যয় হতে পারে। সেদিকে সেনাবাহিনী (army) কড়া নজর রাখছে। বৃষ্টি না কমলে আরো বড় ধরনের বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যারা সিকিমে ঘুরতে গিয়েছেন, তাদের কাছে এই সংবাদ নিঃসন্দেহে সন্তোষজনক নয়।

{link}

অর্থাৎ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। সূত্রে খবর সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। এরকম পরিস্থিতিতে পর্যটকদের হোটেল বন্দী থাকবার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। কোথাও কোথাও বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে। এরকম পরিস্থিতিতে পর্যটকদের (tourist) হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

{ads}

News Breaking News West Bengal Sikkim Rain IMD Orange Alert army Tourist Hotel Weather Weather Report lightning Namchi Gangtok সংবাদ

Last Updated :