header banner

Sukanta Majumder: 'বাংলার রাজভবন ধীরে ধীরে জনতার রাজভবন হয়ে উঠছে'- মন্তব্য সুকান্তর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই রাজভবন ধীরে ধীরে জনতার রাজভবন হয়ে উঠেছে। সোমবার এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গিয়েছিলেন সুকান্ত। সেখান থেকে বেরিয় কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। বিজেপির রাজ্য সভাপতি বলেন, এই রাজভবন ধীরে ধীরে জনতার রাজভবন হয়ে উঠেছে। রাজ্যপাল ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে আগামিদিনে নানা উদ্যোগ নিচ্ছেন এবং নেবেনও বলেছেন। 

{link}
সাধারণ মানুষের বিপদে-আপদে যে রাজ্যপালকে পাওয়া যায় এদিন তাও মনে করিয়ে দেন বালুরঘাটের সাংসদ। তিনি বলেন, বিপদের সময় ভাঙড় হোক বা কোচবিহার উনি ময়দানে নেমে মানুষের সঙ্গে কথা বলে সমস্যা জানার চেষ্ট করছেন। যে রাজভবন ছোট্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল, ধীরে ধীরে তা জনতার রাজভবন হয়ে উঠছে। রাজ্যপালকেও জনতার রাজ্যপাল হিসেবে তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, এখন যে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারছেন। 
আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে মদত দিচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। এদিন সেই অভিযোগ নস্যাৎ করে দিতে বিজেপির রাজ্য সভাপতি বলেন, সেখান থেকে (ডায়মন্ড হারবারে) য়ে কেউ প্রার্থী হতে পারেন। কিন্তু নওশাদ সিদ্দিকীকে টাকা দিয়ে বিজেপি সাহায্য করবে বলে যে অভিযোগ তৃণমূল করছে, তা ঠিক নয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কেও কু-বাক্য-বাণ নিক্ষেপ করেছেন রাজ্যের কারামন্ত্রী তথা তৃণমূলের পূ্র্ব মেদিনীপুরের নেতা অখিল গিরি।

{link}

এদিন রাজ্যপালকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির করা মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেন সুকান্ত। অখিলগিরির শিক্ষাগত যোগ্যতা এবং সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের অক্ষমতা নিয়ে কটাক্ষ করেন তিনি । রেশন দুর্নীতি কান্ডের ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তিবৃদ্ধি এবং তার মেয়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত। কীভাবে টিউশন পরিয়ে 3 কোটি টাকার বেশি সঞ্চয় করা সম্ভব তা নিয়ে তীব্র কটাক্ষ করেন । ইডি ও সিবিআই-কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে। সে বিষয়ে সুকান্তের বক্তব্য,"ইডি বা সিবিআই এখনও পর্যন্ত যাদের গ্রেফতার করেছে বা যে সমস্ত দুর্নীতির তদন্ত করছে বা যে সমস্ত টাকা বা দুর্নীতির অভিযোগ তুলে ধরেছে তা তো ভুল নয়।"
{ads}

news C V Ananda Bose West Bengal BJP সংবাদ

Last Updated :