header banner

রাজনৈতিক লড়াই

article banner

২০২১ এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৎপরতা বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের। রাজনৈতিক জমি দখলের লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ভোটের দিন ঘোষণার আগেই জনসংযোগ বাড়াতে কার্পন্য করছেননা কোনো নেতাই। নির্বাচনের আগেই প্রচার পর্বকে একেবারেই তুঙ্গে নিয়ে যেতে চলছে চলন প্রতিযোগিতা। শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা করতেই হবে। কিন্তু অপেক্ষা করতে হবে না প্রচারের ক্ষেত্রে। সভা আর পাল্টা সভা নিয়ে সরগম এখন বাংলার রাজনীতির আকাশ। সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি শিবিরে যোগ দেওয়া রাজীব বন্দোপাধ্যায় আজ সকালে দলীয় কর্মী এবং সমর্থকদের নিয়ে ডোমজুরের বলুহাটিতে একটি পদযাত্রা করেন। আসলে এটা হল পদযাত্রার নামে নির্বাচনী ঘুটি সাজানোর ছক। রাজীব ব্যানার্জি ডোমজুর বিধান সভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলে সেই ক্ষেত্রে ডোমজুরে তার গ্রহন যোগ্যতা কতটা সেটাই দফায় দফায় মেপে নিতে চাইছেন পোর খাওয়া প্রাক্তন তৃণমূল নেতা ও মন্ত্রী। রাজীব ব্যানার্জি বিজেপি প্রাপ্ত হলে  ডোমজুরের মানুষের ভোট তিনি আদও পান কিনা বা ভোটারদের আশীর্বাদে তিনি আদও বিধান সভা পর্যন্ত পৌঁছাতে পারেন কিনা তা এখন দেখার।    

{ads}

Rajib Banarjee Politics BJP Bike Rally Elections News Howrah Domjur West Bengal India

Last Updated :