header banner

ডোমজুড়ে ছবিতে জুতোর মালা, কালো পতাকা প্রদর্শন রাজীবকে

article banner

গত ৩০ শে জানুয়ারি শনিবার বার বেলার পরে দিল্লিতে অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরের দিন ৩১ শে জানুয়ারি রবিবাসরীয় দুপুরে হাওড়ার ডুমুরজলার মাঠে প্রকাশ্য সমাবেশে তিনি বিজেপি নেতা হিসাবে বক্তব্য রাখেন। শুভেন্দুর পর রাজীবের এই দল পরিবর্তনে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় গত কয়েক দিন ধরে বিভিন্ন সভায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। আজ সকালে হাওড়ার ডোমজুড় বিধানসভার কেন্দ্রের অন্তর্গত অভয়নগর- দুর্গাপুরে তিনি আজ পদযাত্রা করেন। ২০১১ এবং ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজীব ব্যানার্জি ডোমজুড় বিধান সভাকেন্দ্র থেকে জিতে তিনি মন্ত্রী হন। ২০২১ এর বিধান সভা নির্বাচনের প্রাক্কালে সেই রাজীব ব্যানার্জি এখন বিজেপি নেতা। সম্ভবত ডোমজুড় বিধান সভা কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থী হবেন। যে কারনে আজ সকালে তার নির্বচনী কেন্দ্রে জনসংযোগ বাড়াতে তিনি পদযাত্রা করেন। অভিযোগ তাকে কালো পতাকা দেখানো হয়।

একদিকে এগোতে থাকা বিজেপির মিছিল অন্যদিকে তৃনমূলের সমর্থকদের রাস্তার ধার থেকে কালো পতাকা প্রদর্শন। মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। দল ছাড়ার পরেই রাজীবের উপর বিপুল ভাবে রুষ্ট তার পুরোনো দলের সদস্যরা, তারই হয়ত বহিঃপ্রকাশ আজকের এই ঘটনা। নিজের সবচেয়ে পরিচিত যায়গাতেই কালো পতাকা ও জুতো পরানো ছবির সম্মুখীন হতে হল তাকে। তিনি কিন্তু সেই নিজেই স্বভাবেই হেঁটে চললেন রাস্তা দিয়ে। ডোমজুড়ে জয়লাভ করতে পারবেন কি? সব প্রশ্নেরই উত্তর কিন্তু সাধারন জনগনের হাতে। 

{ads}

 

Rajib Banerjee BJP TMC Domjur Howrah election Politics West Bengal India

Last Updated :