header banner

মনোনয়নপত্র জমা দিলেন রাজীব ব্যানার্জি, সেয়ানে-সেয়ানে লড়াই ডোমজুড়ে

article banner

আজ নিজের মনোনয়নপত্র জমা দিলেন ডোমজুড় কেন্দ্রের বিজেপির পদপ্রার্থী রাজীব ব্যানার্জি। দলের কয়েকশো সমর্থকদের নিয়ে মিছিল করে আজ হাওড়া জেলার জেলাশাসকের অফিসে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। ডোমজুড় কেন্দ্র থেকে কিছুদিন আগেই প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছিল তাকে। আজ মনোনয়ন জমা দেওয়ার সময় একটি সাক্ষাৎকারে তিনি বলেন ডোমজুড় আর রাজীবকে কখনও আলাদা করা যায়য়া, রাজীব হচ্ছে বৃহত্তর ডোমজুড় পরিবারের সদস্য। নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস স্পষ্ট এই নব্য বিজেপিতে যোগ দেওয়া নেতার গলায়।


উল্লেখ্য বিষয় কয়েকদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলবদল নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। বিজেপির পাঠানো বিশেষ বিমানে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। সেই থেকেই রাজ্য রাজনীতিতে এক অন্যতম গুরুত্বপূর্ন ও আলোচিত কেন্দ্র হয়ে ওঠে ডোমজুড়। হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপির সভার পরেই সভা করে তৃনমূল। সেখানে হুঙ্কার তুলেছিলেন কল্যান ভট্টাচার্য, বলেছিলেন রাজীব কে ডোমজুড় থেকেই দাঁড়াতে। তিনি সেই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছেন। প্রতিপক্ষ কল্যান ঘোষ। লড়াই কিন্তু খুব একটা সহজ নয়। একদিক থেকে ঘাসফুল ও পদ্মফুল দুই শিবিরের কাছে এটা প্রেস্টিজ ফাইটও বটে। এখন শেষ হাঁসি কে বজায় রাখতে সক্ষম হয় তাই দেখার বিষয়। 

{ads}

Rajib Banerjee Domjur BJP West Bengal Assembly Election Assembly Election Election Howrah West Bengal India News

Last Updated :