“তৃনমূল কংগ্রেস মানুষের জনস্রোতে তৈরি বিরাট সমুদ্র, তা থেকে দু ঘটি জল যদি কোথাও চলে যায় তাতে সমুদ্রের কোন ক্ষতি হয় না…“ বনমন্ত্রী রাজীব ব্যানার্জির মন্ত্রিত্ব পদ থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। আজ তৃনমূল ভবনে তৃনমূলে যোগদান করেন অভিনেতা সৌরভ দাস ও নিউটন মজুনদার। তাদের দুজনের যোগদান পর্ব শেষ হওয়ার পর রাজীব ব্যানার্জি প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি এইরূপ মন্তব্য ছাড়াও রাজীব ব্যানার্জি কে কটাক্ষ করে বলেন, তৃনমূল কংগ্রেস একটা বিরাট বটগাছের মতো। তাতে দু একটা পাতা খসে গেলে কোন ক্ষতি হবে না, আবার নতুন পাতা গজীয়ে উঠবে।
সাংবাদিক বৈঠকে তিনি পদত্যাগী বনমন্ত্রিকে নিয়ে আরো বলেন, ‘বনদপ্তরের লোক নিয়োগ নিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। কাজ করার ইচ্ছে থাকলে এ দলে থেকে অনেক কাজ করা যেত।‘ এরপরেই রাজীব ব্যানার্জির পদ্মফুলের শিবিরে যোগদান প্রসঙ্গে কটাক্ষ করে তিনি কটাক্ষ করে বলেন ‘যেখানে যাচ্ছেন বুঝবেন কতটা কাজ করা যায়’। বিজেপি প্রসঙ্গে তিনি বলেন, বিজেপির সাংগঠনিক ক্ষমতা এমনই দুর্বল যে তাদের ভাড়া করা নেতাদের নিয়ে ভরাতে হচ্ছে।
যার ফলে কার্যত দলের বিরুদ্ধে একটা পদক্ষেপের পরেই রাজীব বাবুর দলের সতীর্থরা ইতিমধ্যেই তাকে নিয়ে বিরূপ মন্তব্য করা শুরু করে দিয়েছেন। পরবর্তী পদক্ষেপ যে কি হতে চলেছে পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত এই রাজনৈতিক মুখের তা হয়ত আন্দাজ করে ফেলেছেন অনেকেই। আজ বৈঠকে পার্থ চট্টপাধ্যায় বলেন বাংলার মানুষ সবটাই দেখছে সবটাই লক্ষ্য রাখছে উত্তর তারাই দেবে। এখন বাংলার মানুষ কাকে নিজেদের জন প্রতিনিধি হিসাবে বেছে নেয় সেটাই দেখার বিষয়।
{ads}