header banner

মন্ত্রিত্বপদের পর এবার দল থেকে পদত্যাগ রাজীব ব্যানার্জির

article banner

মন্ত্রিত্ব পদ ছাড়ার পর এবার দল থেকে পদত্যাগ রাজীব ব্যানার্জির। আজ সর্বভারতীয় তৃনমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত এই রাজনৈতিক মুখ। পদত্যাগ পত্র পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। আজ তার পদত্যাগ পত্রের চিত্রের ছবি তিনি তার ফেসবুক পেজেও পোস্ট করেছেন জনগনের উদ্দেশ্যে। সেখানে তিনি লিখেছেন, প্রিয় সহকর্মি ও বন্ধুরা এটা সবাইকে জানানোর জন্য যে আমি তৃনমূল কংগ্রেসের সস্য হিসাবে আমার পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমার সময়ে আমি কিছু মহান নেতাদের সাথে কাজ করেছি এবং কঠোর পরিশ্রম ও উদ্যোগ নিয়ে আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমি আমার সমস্ত প্রাক্তন সহকর্মীদের ভবিষ্যতের আগমনের জন্য অত্যন্ত শুভ কামনা করছি। এছাড়াও পশ্চিমবঙ্গের উন্নতির জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের চেয়ারপারসনের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব বলে মন্তব্য করেছেন তিনি।


আজ সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তার সাথে মুখ্যমন্ত্রীর একটি ছবি নিয়ে যান প্রাক্তন বনমন্ত্রী। রাজীব ব্যানার্জিকে বিজেপিতে যোগদান করার প্রশ্ন করলে তিনি বলেন, কাজ করতে হলে কোন একটি দলের ছত্রছায়ায় থাকা প্রয়োজন। ইতিমধ্যেই রবিবারের অমিত শাহের সভায় পদ্মফুলের শিবিরে যোগদান করতে চলেছেন তিনি বলে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তিনি নিজ মুখে কিছু না বললেও ইঙ্গিত খানিকটা সেই দিকেই। যার ফলে বর্তমান সময়ের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে যে রবিবারের অমিত শাহের সভা এক অন্যতম গুরুত্বপূর্ন সভা হতে চলেছে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। রাজ্যবাসী সহ রাজনৈতিক ব্যাক্তিত্ব সবার লক্ষ্য সেই দিকেই। 

{ads}

Rajib Banerjee West Bengal Howrah Domjur MP Trinamool Congress TMC BJP Amit Shah Mamata Banerjee Election Politics West Bengal India

Last Updated :