header banner

সচেতনতা বাড়াতে উদ্যোগ, বালিতে মাস্ক ও স্যানিটাইজার বিলি রানা চট্টোপাধ্যায়ের

article banner

করোনার দ্বিতীয় ঢেউয়ের ছবি ভারতবর্ষে এক ভয়ানক আকার ধারন করেছে বর্তমান সময়ে। চারপাশে মৃতুর এহেন ভয়ানক ছবির সাক্ষী এর আগে ভারতের মানুষ হয়নি। চিকিৎসকেরা বারবার সকলকে করোনা বিধি মেনে চলতে বললেও মানুষের মধ্যে এখনও গা ঝাড়া মনোভাব লক্ষ্যনীয় হচ্ছে। এহেন পরিস্থিতির মধ্যেও যারা সচেতন নন, তাঁদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলেন বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে হাওড়ার বালি নিমতলায় জি টি রোডে পথচলতি মানুষ এবং গাড়ি চালকদের মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেন তিনি। 

{link}
এদিন রানা চট্টোপাধ্যায় বলেন, মাদ্রাজ হাইকোর্টের গতকালের রায়কে তিনি স্বাগত জানাচ্ছেন। বাংলায় এতগুলো দফায় নির্বাচন করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মানুষ করোনা নিয়ে আগের থেকে এখন অনেক বেশি সচেতন হয়েছেন। এখনও যারা সচেতন নন তাদের জন্যই এই কর্মসূচি। কিন্তু আগের বারের থেকে এইবারে মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে তাই এবারে আশা করছি আমরা করোনা যুদ্ধে জিতব বলেও মন্তব্য করেন তিনি।

{ads}
 

Rana Chatterjee TMC Covid-19 coronavirus mask sanitizer distribution news West Bengal India Covid-19 situation in India

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article