header banner

১৯-এ জয় আসেনি, ২১-এ আসবে কি?

article banner

এবার ঘরে ঘরে প্রচার শুরু করলেন দক্ষিন হাওড়া বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। বৃহস্পতিবার দক্ষিন হাওড়ার বকুলতলা লালকুঠি সংলগ্ন এলাকায় প্রচার করেন তিনি। সাথে ছিল ঢাক ও তার দলীয় কর্মী সমর্থকেরা। এদিন মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগের কথা শোনেন তিনি। 


কর্মসূচী চলাকালীন একটি সাক্ষাৎকারে তিনি বলেন, দশ বছরে শুধু দক্ষিন হাওড়া নয় সারা রাজ্যেই কোনরকম উন্নয়ন হয়নি, পাঁচ বছর আমাদের সুযোগ দিলে আমরা দেখিয়ে দেব কাজ কিভাবে করতে হয়। এর পাশাপাশি দক্ষিন হাওড়া কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরীর প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি কাউকে ব্যাক্তিগত আঘাত করতে ইচ্ছুক নন, নন্দিতা চৌধুরীর বাবা অম্বিকা ব্যানার্জিকে তিনি ভালবাবেই চিনতেন। কিন্তু লড়াই হবে বলেই মনে করছেন তিনি। উল্লেখ্য বিষয় ১৯-এর লোকসভা নির্বাচনে প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে হাওড়া জয়লাভ করতে পারেননি তিনি। কিন্তু তা সত্ত্বেও ২১-এর বিধানসভা নির্বাচনে তার উপরেই ভরসা রেখেছেন বিজেপির নেতৃত্বেরা। এখন আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিন হাওড়া বিধানসভা কেন্দ্রে তিনি দলকে জয় এনে দিতে পারেন কি না তাই দেখার বিষয়। 
 

{ads}

Rantideb Sengupta BJP BJP Candidate South Howrah Election Campaign Bakultala West Bengal Assembly Election West Bengal Howrah India

Last Updated :