header banner

Siliguri : রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে শিলিগুড়ি ইসকন মন্দিরে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : জয় জগন্নাথ বলা হয়ে থাকে জগন্নাথ দেব ও জগন্নাথ দেবের রথ  একবার দর্শন করতে পারলে পুনর্জন্ম হওয়া থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া রথের দড়ি টানলে অনেক পুণ্য মেলে। আর হাতে গোনা কয়েকদিন তারপরেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে শিলিগুড়ি (Siliguri) ইসকন মন্দিরে।

{link}

প্রতিবছর শিলিগুড়ির ইসকন মন্দিরে (ISKCON temple) বিশেষ আড়ম্বরের সাথে পালন করা হয়ে থাকে এর জগন্নাথ দেবের রথযাত্রা (Rath Yatra) উৎসব। সব থেকে বড় করে পালন করা হয় পুরীতে, পুরীর রথযাত্রা উৎসব বিখ্যাত। পাশাপাশি মায়াপুরে ও বিশাল আকারে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে।

{link}

আগামী ২২ তারিখ রয়েছে জগন্নাথ দেবের (Jagannath Dev) স্নানযাত্রা, তারপর জুলাই মাসের ৭ তারিখে রথ যাত্রা উৎসব। প্রত্যেক বছর শিলিগুড়ির ইসকন মন্দিরে আড়ম্বরে পালন করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এবারও প্রস্তুতি তুঙ্গে। রথযাত্রা উৎসবের দিন প্রচুর ভক্তর আগমন হয়ে থাকে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এছাড়া একটি মেডিকেল টিমও (Medical team) থাকবে।

{ads}

 

News Breaking News Preparation Rath Yatra West Bengal Siliguri ISKCON temple Festival Puri Mayapur Jagannath Dev সংবাদ

Last Updated :