header banner

মনোনয়নপত্র পেশ রথীন চক্রবর্তীর, শিবপুরে লড়াই অভিজ্ঞতা ও তারুণ্যের

article banner

সোমবার নিজের মনোনয়নপত্র জমা দিলেন শিবপুর বিধাসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ও প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তি। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তিনি একটি সাক্ষাৎকারে বলে অনেক কাজ করা বাকি, তার নিজের ছাড়াও বিভাস হাজরা সহ জটু লাহিড়ী সকলেরই অনেক কাজ করা বাকি বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও এদিন তিনি বলে, একসময় শিল্পনগরী হাওড়াকে কার্যত বর্তমানে শ্মশান ঘাটে পরিনত করে তুলেছে তৃণমূল কংগ্রেস। সেই নগরীকে তার পুরোনো শিল্প নগরীর তকমা ফিরিয়ে দেওয়াই লক্ষ্য হবে বিজেপি সরকারের। বাংলায় শুধু পরিবর্তনের দিন আসার জন্যএই অপেক্ষা করছে মানুষ, মোদিজীর সোনার বাংলা গড়ার স্বপ্ন শুধুই সময়ের অপেক্ষা বলেও মনে করছেন তিনি।


উল্লেখ্য বিষয় এবারে শিবপুর বিধানসভা কেন্দ্রে বেশ কিছুটা দেরি করেই প্রার্থী হিসেবে প্রকাশিত হয় রথীন চক্রবর্তির নাম। বিধানসভা নির্বাচনের বেশ কিছুটা আগে থেকেই বেসুরো বলতে থাকা হাওড়ার প্রাক্তন মেয়র কিছুদিন আগে বিমানে চড়ে দিল্লি গিয়ে তৃণমূল ছেড়ে যোগদান করেছিলেন বিজেপির শিবিরে। শিবপুর বিধানসভা কেন্দ্রে জয় প্রাপ্তির জন্যে সেই প্রাক্তন মেয়রের উপরেই আস্থা রেখেছেন বিজেপির নেতৃত্বেরা। শিবপুর কেন্দ্রে ঘাসফুল এর পদপ্রার্থী মনোজ তিওয়ারি। তার নাম ঘোষনা হতেই বিজেপিতে যোগদান করেছিলেন বিভাস হাজরা সহ জটু লাহিড়ী। ফলে কিছুটা হলেও সাংগঠনিক ক্ষেত্রে শিবপুরে এগিয়ে বিজেপি। এখন সাধারন মানুষ কার হাতে দায়িত্বভার তুলে দেন সেটাই দেখার বিষয়।

{ads} 


 

Rathin Chakrabarty Shibpur BJP Candidate Nomination News Howrah TMC Manoj Tiwari West Bengal Assembly Election West Bengal India

Last Updated :