“চিনে রাখুন লোভী ধান্দাবাজ এই চিকিৎসক কে” রবিবার সকালে সুবল কোলে লেনে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তির বাড়ির একদম বিপরীতে পোস্টার। পোস্টার ঘিরে সকাল থেকেই চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে এলাকার মানুষের বিরুদ্ধে। হাওড়া নাগরিক সমাজের পক্ষ থেকে এই পোস্টার। যদিও কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কোন উত্তর পাওয়া যায়নি।
গতকালই ঘাসফুলের শিবির ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন রথীন চক্রবর্তি। অমিত শাহ-র পাঠানো বিমানে দিল্লি গিয়ে সেখানেই আমিত শাহের সাথে দেখা করে যোগদান পর্ব সেরেছেন তিনি। তার এই পদক্ষেপের জেরেই কার্যত এই পোষ্টার প্রতিক্রিয়া রুপে লাগানো হয়েছে তার বাড়ির উল্টোদিকে। এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি রথীন চক্রবর্তির কাছ থেকেও। আজ বিজেপির হয়ে প্রথম জনসভা রয়েছে তার।
{ads}