header banner

যে কোন 'চট্টোপাধ্যায়'-এর বিরুদ্ধে লড়তে প্রস্তুত

article banner

তৃনমূলের বেহালা পূর্বের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর রত্না চট্টোপাধ্যায় জানালেন তিনি ১৩১ নম্বর ওয়ার্ডে এতদিন কাজ করে এসেছেন বেহালা পশ্চিমে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে দায়িত্ব দিয়েছেন বেহালা পূর্বের বিধানসভার সেই জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং দলের কাছে কৃতজ্ঞ। মানুষ তার সাথে থাকবে এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে পাশে থাকবে বলেও এদিন মন্তব্য করেন তিনি। এবং বেহালা পূর্ব থেকে যে তার বিষয়ে তিনি একশো শতাংশ নিশ্চিত।  এবং যদি বিজেপির পক্ষ থেকে তার বিপরীতে শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয় তাহলে তিনি তার সাথেও লড়াই করতে প্রস্তুত। 


এক কথায় তৃনমূলের কাছে এই বেহালার সিট অবশ্যই একটি গুরুত্বপূর্ন সিট। কারন কলকাতায় অন্যতম নাম করা পরিচিত ও জনবহুল এলাকা এটি। সেই বেহালার বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। তিনিও যে যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে লড়াইয়ের ময়দানে নামবেন তাও তার কথা থেকে স্পষ্ট। অন্যদিকে বেহালা পূর্ব থেকে বিধানসভা ভোটের জন্য তার নাম ঘোষণা করার পরেই তার পর্ণশ্রীর বাড়ির সামনে ডিজে চালিয়ে খেলা হবে গানে উদ্যাম নৃত্য করেন তার সমর্থকরা। 

{ads}

Ratna Chattapadhyay TMC Trinamool Congress Mamata Banerjee Avishek Banerjee Election West Bengal News Breaking News Behala West Bengal India

Last Updated :