header banner

Howrah : বংশপরম্পরায় বেতের শিল্প, হাওড়ার গর্ব

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  হাওড়ার (Howrah) বেশ কিছু পরিবার বংশপরম্পরায় বেতের জিনিস তৈরি করার ঐতিহ্য বহন করে চলেছে | এই শিল্পটি হাওড়ার স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ | এই পরিবারগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে বেত দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে আসছে, যা তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় | হাওড়া জটাধারী পার্ক এলাকায় বংশ-পরম্পরায় বেশ কিছু পরিবার তৈরি করে আসছে বেতের আসবাবপত্র |

{link}

বাজারে বর্তমান সময়ে বেতের জিনিসের দারুণ চাহিদা, দামও মন্দ নয় । বাজারের তুলনায় কম দামে স্থানীয় দক্ষিণ কারিগরের হাতে তৈরি বেতের জিনিস এখানে পাওয়া যায়। বেত দিয়ে আসবাব তৈরির ইতিহাস অনেক পুরনো | বেতের তৈরি আসবাব শিল্পের ইতিহাস ঘেঁটে এর নির্দিষ্ট কোনো সৃষ্টিকাল পাওয়া না গেলেও অনুমান করা হয়ে থাকে আদি চিনে ঝুঁড়ি বুনন থেকে এর শুরু| ঊনবিংশ শতাব্দীতে ডাচ ও ইংরেজদের আসবাবে বেতের ব্যবহার পরিলক্ষিত হয়| আর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ক্যাফেগুলোতে বেতের চেয়ারের ব্যবহার হত।

{link}

একটা সময় ছিল যখন আমাদের দেশেও বেতের আসবাবের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। তখন ঘরের আসবাবপত্র বলতে প্রথমেই আসত বেতের কথা। বাড়িতে বইয়ের সেলফ, বসার মোড়া, সোফাসেট, খাট-যাঁরা নান্দনিক নকশার আসবাব পছন্দ করেন, তাঁরা বেতের তৈরি জিনিস বেছে নিতে পারেন ঘর সাজানোর মাধ্যম হিসেবে| আজকাল বেতের আসবাবের চাহিদা বেশ বেড়েছে| হাওড়ার কারিগররা বেতের চেয়ার, টেবিল, ঝুড়ি, এবং অন্যান্য শৌখিন আসবাব তৈরি করেন| এই ঐতিহ্যবাহী হস্তশিল্পটি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |

{ads}

 

News Breaking News Howrah সংবাদ

Last Updated :