header banner

Kumbh Mela2025 : রেকর্ড ব্রেক মহাকুম্ভের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রয়াগরাজে (Prayagraj) চলমান মহাকুম্ভ উৎসব, যেখানে বহু দর্শনার্থী অংশ নিয়েছেন। ১৪৪ বছর অন্তর অন্তর এই বিশেষ তিথি আসে মহাকুম্ভে (Kumbh Mela2025)। তবে মহাকুম্ভ নিয়ে বিতর্কের শেষ নেই। মহিলাদের সম্মানহানিকর ছবি আপলোড,  একের পর এক দুর্ঘটনা, প্রভৃতি ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার (Yogi Adityanath)।

{link}

এছাড়া কুম্ভের জলে ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার অস্তিস্ত নিয়েও চর্চা চলছে। তবুও এই তর্ক বিতর্কের মাঝে ভিড় করেছেন কোটি কোটি ভারতীয়। দাবি, ২০২৫ এর মহাকুম্ভ পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে এখানেই শেষ নয়, শিবরাত্রি পর্যন্ত সংখ্যাটা আরও কয়েক কোটি বেড়ে যাবে নিঃসন্দেহে। ইতিমধ্যেই ৫৫ কোটিরও বেশি তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। মহাকুম্ভে পুণ্যার্থীদের উপস্থিতি প্রাথমিক পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে।

{link}

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেছিলেন, প্রায় ৪৫ কোটি ভক্ত আসবেন দেড় মাসের কুম্ভমেলায়।  তবে এতটা জনসংখ্যা আন্দাজ করতে পারেননি যোগী সরকার। মহাকুম্ভ কেবল একটি বিশিষ্ট ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি উত্তর প্রদেশের জন্য একটি বিশাল অর্থনৈতিক শক্তিও বয়ে আনে।মহাকুম্ভের শেষ স্নান ২৬ ফেব্রুয়ারি।  শহরের বেশিরভাগ হোটেল ইতিমধ্যেই কানায়কানায় পূর্ণ। ভক্তদের ভিড়ে কোন নতুন রেকর্ড গড়ল মহাকুম্ভ।

{ads}

News Breaking News Prayagraj Kumbh Mela2025 Yogi Adityanath সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article