header banner

Puri : স্মরণ করাল মহাকুম্ভের পদপিষ্ট আতঙ্ক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ২০২৫ সালের পুরীর (Puri) রথযাত্রা (Ratha Yatra) অনেকটাই অভিশপ্ত থেকে গেলো। ঘটনা অনেকদূর গড়াতে পারতো। তবে নিরাপত্তা রক্ষিদের তৎপরতায় বড়োসরো দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার জেরে আহত হয়েছেন অন্তত ৫৮১ জন। আহতদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

{link}

জানা গিয়েছে, জগন্নাথ, বলরাম ও শুভদ্রার রথ বের হওয়ার আগে থেকেই লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে গ্র্যান্ড রোডে। সেখানেই বলভদ্রের তালধ্বজ রথ টানার সময় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। রথের রশি ছুঁতে হাজার হাজার মানুষ ভিড় জমান। ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল রথটি। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। ভিড়ের চাপে আহত হন ৫৮১ জন পুণ্যার্থী। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে তৎপর হন নিরাপত্তারক্ষীরা। ৫৮১ জন আহতদের মধ্যে ১৭৩ জনকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে। ৬৮ জনকে ভর্তি করা হয়েছে ওপিডিতে।

{link}

পাশাপাশি ৮ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের একাধিক জায়গায় ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা সামনে এসেছে। চলতি বছরে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। গোয়ার এক মন্দিরেও পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়। এবার পুরীর দুর্ঘটনায় ফিরিয়ে দিল সেই আতঙ্ক। তবে সৌভাগ্যবশত এখানে মৃত্যুর ঘটনা না ঘটলেও পুণ্যার্থীদের দাবি, পরিস্থিতি যে পর্যায়ে গিয়েছিল তাতে একাধিক মানুষের মৃত্যু হতে পারত।

{ads}

News Breaking News Puri Ratha Yatra সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article