header banner

RAWA : রেনেসাঁর সাংস্কৃতিক অনুষ্ঠান হুগলির উইমেনস কলেজে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রভাত সঙ্গীতের ৪২তম পূর্তি উপলক্ষে ( প্রভাত রঞ্জন সরকার রচিত ও সুরারোপিত ) সম্প্রতি সঙ্গীত, নৃত্য এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রাজ্যের সব জেলায়। এটি ছিল একটি ত্রিস্তরীয় প্রতিযোগিতা।

{link}

গত ২৫শে আগস্ট হুগলির উইমেনস কলেজে (Hooghly Women's College) 'রেনেসাঁ আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন' এর সদস্যগণ দ্বারা এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় হুগলি (Hooghly) জেলার বহু স্কুল, কলেজ ও একাডেমির ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়ার প্রাক্তন চেয়ারম্যান গৌরকান্তি মুখার্জী, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সহ সভাপতি মেঘদূত রায়, কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জী।

{link}

বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী শান্তিনিকেতনের লক্ষ্মণ বাগদি এবং মিঠু বাগদি, কলকাতা থেকে উন্মেষা ঘোষ ও অবধূতিকা আনন্দ অভিষা আচার্য। রেনেসাঁ আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন (Renaissance Artists and Writers Association) এর তরফে প্রিয়াঙ্কা দাস জানান, এই অনুষ্ঠানে আনুমানিক ২৫০ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন। মনোগ্রাহী ও বিনোদনমূলক এই অনুষ্ঠানে এদিন পুরস্কার বিতরণও করা হয়।

{ads}

News Breaking News Renaissance Artists and Writers Association Hooghly Women's College Hooghly সংবাদ

Last Updated :