header banner

Abhishek Banerjee : জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, জনতা নয়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : উপরাষ্ট্রপতি নির্বাচনে স্বাভাবিক অংকের হিসাবেই NDA প্রার্থীর জেতার কথা, জিতেও গেছেন। কিন্তু এখানে আরো একটা অংক কাজ করেছে বলেই মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শেষপর্যন্ত ‘ইন্ডিয়া’ প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে হারিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন।  অভিযোগ উঠছে, 'ইন্ডিয়া' শিবিরের সাংসদদের মধ্যে কেউ কেউ ক্রস ভোটিং করেছেন।

{link}

বিচারপতি রেড্ডির ঝুলিতে ১৫টি ভোট কম পড়ায় বিরোধী জোটের অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে। বিজেপি এই ফলকে বিরোধী জোটের ভাঙন হিসেবে তুলে ধরেছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার তৃণমূল দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি একেক জন সাংসদের ভোট কিনতে ১৫-২০ কোটি টাকা পর্যন্ত খরচ করেছে। তৃণমূল সাংসদ বলেন, কয়েকটি দলের রাজ্যসভার সাংসদ সরাসরি বিজেপিকে সমর্থন করেন। তবে এটাও ঠিক ওরা (বিজেপি) টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে।

{link}

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ দাবি করেন, 'আমি ৪-৫ জনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, একেক জনের ভোট কিনতে প্রায় ১৫-২০ কোটি টাকা খরচ করেছে।' কটাক্ষের সুরে অভিষেকের মন্তব্য - বিক্রি হয় পণ্য বা দ্রব্য, মানুষের আবেগ, ভালবাসা বিক্রি হয় না। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। অভিষেকের বক্তব্য, 'এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে, নাকি বিরোধী শিবিরের ভোটগুলি বাতিল হয়েছে।'  তৃণমূলের লোকসভার দলনেতা বলছেন, 'আমার বিশেষ করে মনে হয়, কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। বিশেষ করে আম আদমি পার্টির মতো দলের সাংসদরা তাঁদের নেতাকেও মানছেন না।

{ads}

 

News Breaking News Abhishek Banerjee NDA Diamond Harbour সংবাদ

Last Updated :