শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এমন খবর অবশ্য আগেও পাওয়া গেছে। পরীক্ষককে ঘুষ দিচ্ছে ছাত্র পাশ করিয়ে দেওয়ার জন্য। এবার এরকমই একটি ঘটনা উঠে এল খবরের পাতায়। পরীক্ষার খাতায় ৫০০ টাকা গুঁজে দিয়ে এক পড়ুয়া লিখলেন, ‘স্যর আমার ভালোবাসা আপনার হাতে। দয়া করে আমাকে পাশ করিয়ে দিন।’ এই কাণ্ডে মাথার হাত শিক্ষকের।
{link}
জানা গিয়েছে, এই ঘটনা কর্নাটকের (Karnataka) বেলাগাভি এলাকার। সেখানে দশমের বোর্ড পরীক্ষা হয়েছে। যার উত্তরপত্র পরীক্ষা করছিলেন শিক্ষকরা। ওই জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষকরা জানিয়েছেন, এমন প্রচুর উত্তরপত্র তাঁদের হাতে এসেছে যেখানে পরীক্ষার্থীরা তাঁদের পাশ করিয়ে দেওয়ার অনুরোধ করেছে। কেউ দাবি করেছে, ‘এবার পাশ করতে না পারলে পড়াশোনা ছাড়িয়ে দেবে বাড়ি থেকে। আমি কলেজে যেতে চাই।’ কেউ আবার লিখেছে, ‘আমার ভবিষ্যৎ আপনার হাতে, স্যর। এ যাত্রায় পাশ করিয়ে দিন।’
{link}
আরেকজনের কাতর আর্জি, ‘স্যর আমার ভালোবাসা আপনার হাতে। দয়া করে আমাকে পাশ করিয়ে দিন। আপনার হাতেই সব কিছু।’ পরীক্ষার্থীদের এমন কাণ্ড কারখানায় হতবাক শিক্ষকরা। এই ঘটনার খবর ও এরকম একাধিক পরীক্ষার খাতার ছবি হুহু ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অনেক নেটিজেনই বিষয়টি ভালো চোখে দেখছে না। পড়ুয়াদের এহেন কীর্তিতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও।
{ads}