header banner

হাওড়া ভগবতীপুরের বাসিন্দা গঙ্গা দূষণ রোধের বার্তা নিয়ে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: প্রভাস বর। তিনি ভগবতীপুর কান্দুয়া পঞ্চায়েতের বাসিন্দা। ৩২ বছরের এই যুবক সাঁকরাইল থানার ঘাট সংলগ্ন নদীঘাটে স্নান করে গঙ্গা দূষণ রোধ করা এবং সাধারণ মানুষের জনকল্যাণার্থে কেদারনাথ যাত্রা শুরু করলেন পদব্রজে। পায়ে হেঁটে দীর্ঘ দুই হাজার কিলোমিটার পথ অতিক্রান্ত করবেন এই যুবক। এমনই সংকল্প নিয়ে যাত্রা শুরু করলেন তিনি। স্থানীয় পঞ্চায়েত, বিডিও এবং ডিএম অফিসের অনুমোদন নিয়ে তাঁর এই যাত্রা বলে জানালেন তিনি। বাড়ির বড় ছেলে আগাগোড়াই ঠাকুর দেবতার প্রতি ভক্তি। বিশেষ করে শিবের। তাই কেদারনাথ যাবার কথা শোনার পরেও তারা তাকে আটকায়নি। শিব তাকে রক্ষা করবে এমনই জানালেন তার মা। 
{link}
বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল সে। কিন্তু পয়সার অভাবে তার যাত্রা শুরু করতে পারেননি। এই জন্য দেরি হয়ে যায় এমনই জানান প্রভাস। এখন দেখার পায়ে হেঁটে কেদারনাথ যাত্রায় যেন সফল ভাবে পৌঁছাতে পারেন তিনি। সেদিকেই তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারা।
{ads}

howrah west bengal news সংবাদ

Last Updated :