header banner

বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যার কারণে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এলাকাবাসী

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে এখনো  ত্রিস্তরীয় পঞ্চায়েতে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি নির্বাচন কমিশনারের তরফ থেকে। তবে শাসক দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলি বিভিন্ন ভাবে তাদের ভোটের প্রচার শুরু করে দিয়েছে। কোথাও দেওয়াল চুনকাম তো কোথাও ব্যানার পোস্টার লাগানো, একটু হলেও কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই জায়গা থেকে জয়নগর ২ নম্বর ব্লকের হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচঘড়া গ্রামের বাসিন্দারা এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট ও পানীয় জলের দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল। এলাকায় বেশ কয়েক বছর ধরে বিদ্যুতের সমস্যা। সূর্য ডুবলে এলাকায় বিদ্যুতের সমস্যায় নাজেহাল এলাকার বাসিন্দারা। পাশাপাশি এই তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই গ্রামের বাসিন্দাদের। এই দীর্ঘদিনের চাহিদা না পূরণ হওয়ায় গর্জে উঠলেন গোটা গ্রামবাসী। উন্নয়নের দাবিতে ভোট বয়কটের পথে হাঁটতে চলেছেন তারা।  
{link}
এই প্রসঙ্গে এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে গ্রামে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা। ভোটের আগে সবাই বলে যায় সম্যসা সমাধান হয়ে যাবে। তার পর ভোট পর্ব মিটে যায় কিন্তু সমস্যা মেটেনা। গত ভোটেও একই প্রতিশ্রুতি মিলেছিল কিন্তু আজও মেটেনি সম্যসা। তাই ঠিক করা হয়েছে এবার আর ভোট দিতে যাবে না কেউই। যতদিন পর্যন্ত এলাকার বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা মিটছে ততদিন এই সিদ্ধান্তে অনড় থাকবে সবাই। যদিও তড়িঘড়ি বিষয়টি নিয়ে "ড্যামেজ কন্ট্রোলে" আসরে নেমে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শাসক দলের স্থানীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে জানায়, গোটা ঘটনাটি নজরে এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে এলাকার মানুষের জল ও বিদ্যুতের সমস্যা মিটে যায়।
{ads}

North 24 parganas Jaynagar News West Bengal সংবাদ

Last Updated :