header banner

দুর্গাপুরে মদ খাওয়ার প্রতিবাদ করায় বেধড়প মারধর অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তার বন্ধু কে

article banner

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: মদ খাওয়ার প্রতিবাদ করাতে ব্যাপক মারধর অবসরপ্রাপ্ত এক সেনা জওয়ানকে। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঐ অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে। জয়দেব স্বর্ণকার নামে ঐ অবসরপ্রাপ্ত সেনা জওয়ান তার এক বন্ধু ও বন্ধুর স্ত্রীকে নিয়ে দুর্গাপুরের কল্পতরু মেলাতে গিয়েছিলেন, সাইকেল স্ট্যান্ডে স্কুটি রাখার পর মেলা শেষে বেড়িয়ে স্কুটি নিতে গিয়ে বিপত্তি বাঁধে। অভিযোগ সেই সময় সাইকেল স্ট্যান্ডের কর্মীরা মদ খাচ্ছিল, আর এই অন্যায়ের প্রতিবাদ করা মাত্রই সাইকেল স্ট্যান্ডের কর্মীদের একাংশ জনা কয়েক ছেলেকে ডেকে নিয়ে এসে লাঠিসোটা নিয়ে ব্যাপক মারধর করে ঐ অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে, তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার বন্ধু গৌতম সিং ও তার স্ত্রী চামেলী সিং। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অবসরপ্রাপ্ত সেনা জওয়ান জয়দেব স্বর্ণকারকে, গুরুতর জখম হন সঞ্জয় শীল ও তার স্ত্রী চামেলী শীল । চামেলী শীলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুই জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি, এদের মাথায় বুকে মুখে আঘাত আছে।

{link}
দুর্গাপুরের কোকওভেন থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে কল্পতরু মেলা, রয়েছে সিসিটিভি, এর মধ্যে খোদ মেলার বাইরে এমন দুষ্কৃতীমূলক ঘটনা ঘটলেও কেন পুলিশের হুঁশ বা নজরদারি নেই তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্গাপুরের এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক তরজা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের অভিযোগ এই ঘটনা লজ্জা সবার, দোষারপ করছেন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। উল্লেখ্য বিষয়, দুর্গাপুরের কল্পতরু মেলা হয় দুর্গাপুর সাংস্কৃতিক মেলার ব্যানারে, অরাজনৈতিক মঞ্চ হলেও এই মেলার আয়োজকদের তালিকায় তৃণমূল নেতাদের নাম রয়েছে, আর বিতর্কের শুরুটাও ঠিক এই জায়গা থেকে। যদিও ভিত্তিহীন অভিয়োগ দাবি করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন এর মধ্যে কোনো রাজনীতি নেই,পুলিশ আইনমাফিক ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে কোকওভেন থানার পুলিশ এলজনকে আটক করেছে, কিন্তু পুলিশের পাশাপাশি মেলা কমিটির ভূমিকাতে সন্তুষ্ট নয় অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ও তার পরিবার।
{ads}

news Durgapur Army alcohol West Bengal সংবাদ

Last Updated :