header banner

মিলছে না পেনশনের টাকা, পৌরসভার সামনে বিক্ষোভ হাওড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 'ভিক্ষা নয়, প্রাপ্য পেনশন চাই', দীর্ঘদিন ধরে মিলছে না পেনশেনের টাকা। প্রতিবাদের বিক্ষোভ হাওড়ায়। হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের পেনশনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। তার প্রতিবাদেই একাধিক যায়গায় অভিযোগ জানিয়েও কোনরকম সুরাহা হয়নি। অবশেষে বুধবার পুরভবনে প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সনের ঘরের সামনে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। আজ সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়েছে। পুরসভায় চেয়ারপার্সনের অফিসের গেটের সামনেই চলছে অবস্থান বিক্ষোভ। 

{link}

তাঁদের অভিযোগ, ২০১৬ সালের পর যাঁরা অবসর গ্রহণ করেছেন তাঁরা পেনশন পাচ্ছেন না। এমনকি যাঁরা সদ্য বছর দুয়েক আগে অবসর নিয়েছেন তাঁরা পিএফের টাকাও পাচ্ছেন না। এরই প্রতিবাদে আজ সকাল থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের একটাই দাবি, ভিক্ষা চাই না। প্রাপ্য পেনশনের টাকা চাই। কেউ কেউ দাবি তুলেছেন পেনশনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের টাকাও দিতে হবে। পুরসভার এই অচলাবস্থার জন্য দীর্ঘদিন ধরে পুর নির্বাচন না হওয়াকেও দায়ী করেছেন তাঁরা। কবে মিটবে সমস্যায় জর্জরিত হাওড়া পুরসভার অভিযোগের তালিকা?

{ads}

News Howrah HMC Howrah Corporation West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article