header banner

Maharashtra : আনন্দে মেতে উঠতে গিয়ে, মর্মান্তিক পরিণতি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আপাত নিরীহ প্রকৃতি কখন ভয়ংকর রূপ ধারণ করবে তার আভাস পাওয়া কঠিন। ছুটি কাটাতে গিয়ে সেই ভয়ংকরের কোপে পড়ে মর্মান্তিক পরিণতি হল একই পরিবারের ৫ সদস্যের। পুনের লোনাভালার শীর্ণ জলধারা মুহূর্তের মধ্যে হয়ে উঠল উন্মত্ত খরস্রোতা নদী। তারই কবলে পড়ে ভেসে গেলেন ৫ জন। তাঁদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

{link}

মহারাষ্ট্রের (Maharashtra) অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার (Lonavala) ভুসিবাঁধ। রবিবার ছুটির দিনে সেখানেই পিকনিক করতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারি পরিবার। দুপুর ১.৩০ নাগাদ জল কিছুটা কম থাকায় নিচে নামে ওই পরিবার। কেউ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে খরস্রোতা নদীর আকার নেয় ওই জলপ্রপাত। এই অবস্থায় জলের একেবারে মাঝখানে আটকে পড়েন একই পরিবারের ৫ জন। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান তাঁরা। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেনি।

{link}

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। তাঁদের একজন ৩৬ বছর বয়সি মহিলা, ১৩ ও ৮ বছর বয়সি ২ নাবালিকা। এই ঘটনায় নিখোঁজ এক বালক (৯) ও বালিকার (৪) খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, সকাল থেকে এই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। যার জেরেই হঠাৎ ভয়ংকর আকার ধারন করে ওই জলপ্রপাত (waterfall)। সেখান থেকেই ঘটে দুর্ঘটনা। এই জলপ্রপাত অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। যার জেরে বার বার পর্যটকদের (tourist) সতর্ক করা হয়েছে।

{ads}

News Breaking News Maharashtra Lonavala Accident Police search Death Rain waterfall tourist Picnic Kharsrota river Warn সংবাদ

Last Updated :