নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ অবশেষে প্রায় ২ সপ্তাহ পরে নিজের বাড়ির লোকেদের কাছে ফিরল রিও। সৌজন্যে বালি থানার পুলিশ। রিও কে চেনেন? রিও হল একটি বাড়িতে পোষা আফ্রিকান গ্রে প্যারট। গত ৭ আগস্ট থেকে খোঁজ মিলছিল না তার। বেলুড়ের রাজকৃষ্ণ কুমার স্ট্রীটের তপন সরকারের বাড়ি থেকে দু'সপ্তাহ আগে আচমকাই নিখোঁজ হয়ে যায় পাখিটি। এই ঘটনায় ওই পাখির মালিক তপনবাবু বালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পাখিটি যে বাড়িতে ছিল সেখান থেকে কিভাবে উড়ে গেল তা নিয়েই রহস্য তৈরি হয়। পাখির খোঁজে ফেসবুকেও আবেদন জানান মালিক। এরপর বেলুড়মঠের কাছে কেউ পাখিটি উদ্ধার করেছে বলে আর একটি ফেসবুক পোস্ট হয়। কিন্তু পাখির হদিশ মেলেনি। এরপর পুলিশ তদন্তে নেমে দুই ব্যক্তিকে আটক করে। অবশেষে শনিবার বালি থানার পুলিশ বর্ধমান থেকে পাখির খোঁজ পায়। সেটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল। বর্ধমান থেকে পাখিটিকে ফেরত আনা হয় বালি থানায়। বালি পুলিশের এহেন সাফল্য খুশির হাওয়া ফিরেছে তপনবাবুর বাড়িতে।
{link}
বাড়ির পোষা হারানো পাখি ফিরে পেয়ে যারপরনাই খুশি সরকার পরিবার। তারা বালি থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রায় দেড় বছর বয়স্ক এই পাখিটি বাড়ির পোষ্য নয়, বরং পরিবারেরই একজন। শনিবার বর্ধমান থেকে বালি থানার পুলিশের সহায়তায় আবার পরিবারের নিখোঁজ সদস্যকে ফিরে পেয়ে খুশি সকলেই। এদিন বর্ধমান থেকে উদ্ধার করে রিওকে বালি থানায় নিয়ে আসা হয়। সেখানেই সরকার দম্পতির হাতেতুলে দেওয়া হয় রিও কে। শুধু সরকার পরিবারই তাদের এক সদস্যকে পুনরায় ফিরে পেয়ে খুশি তাই নয়, রিও ও তার আনন্দ দেখে আপনিও বলতে বাধ্য হবেন, ওই যে দেখুন, সেও নিজের পরিবারকে ফিরে পেয়েছে।
{ads}