header banner

কোজাগরীতে কি কাটবে অলক্ষীর দশা?

দূর্গাপূজার রেশ কাটতে না কাটতেই কপালে চিন্তার ভাঁজ পড়ল কোজাগরীর আরাধনায় মত্ত বাঙালীদের। রাত পোহালেই ঘরে ঘরে লক্ষীপূজার আরাধনায় মেতে উঠবে বাঙালীরা কিন্তু এই আরাধনার আনন্দকেই হ্রাস করে দিচ্ছে পূজার সামগ্রীর চড়া দাম। অন্যান্য বারের মত এবারেও বাজারে পুজোর জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় বিপদে পড়ছে বহু মধ্যবিত্ত বাঙালী।  উঠতি দামে সাধমত থলে না ভরতে পেরে কাটছাঁট করেই সন্তুষ্ট করতে হচ্ছে মনকে।
শহর কলকাতার বেশির ভাগ বাজারগুলিতেই অতিরিক্ত দামে বিক্রি হওয়া ফল, ফুল ও অন্যান্য দ্রব্যসামগ্রী বিক্রেতাদের কাছে লাভ টেনে আনলেও সেটা কোনোভাবেই আশার আলো দেখাচ্ছে না ক্রেতাদের কাছে। বাজারগুলি ঘুরে জানা গেল প্রতি পিস নারকেল ৩০ থেক ৩৫ টাকা, আপেল ১৫০ টাকা, আখ ৩০ টাকা, কলা ৬ টাকা, শাঁকালু ৪০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা, পেয়ারা ৪০ টাকা এবং নাসপাতি ১২০ টাকা কেজি। বাদ যায়না ফুলের দামও, গাঁদাফুল ও পদ্মফুলের আকাশছোঁয়া দাম কমিয়ে আনছে বাঙালীদের ঘটা করে কোজাগরীর আরাধনার সাধকে।
যদিও বিক্রেতাদের দাবি চড়াদামে বিক্রি হলেই পকেট ভরবে। তবে এই চড়া দামই উল্টে চিন্তায় ফেলছে কিছু  ব্যাবসায়ীদের। এই বাড়তি দাম কতটা  প্রভাব ফেলবে কোজাগরীর আরাধনায় সেটাই দেখার বিষয়।{ads}

Chief Minister West Bengal Durga Puja kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 covid19 independence freedom fighter district politics diwali awareness so

Last Updated :