নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের হাওড়া শহরে ডাকাতির ঘটনা ঘিরে চাঞ্চল্য। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটে জগৎবল্লভপুরের পাতিয়াল শিবানন্দবাটি এলাকায়। ওই এলাকায় বসবাসকারী একজন প্রাক্তন প্রধান শিক্ষিকার বাড়িতে ১০ থেকে ১২ জন সশস্ত্র ডাকাতের দল হামলা চালায় বলে অভিযোগ। বাড়ির লোকেদের কে একটি ঘরের মধ্যে বন্ধ করে ডাকাতি করার চেষ্টা চালানো হয়। বাধা দিতে গেলে বন্দুকের বাট দিয়ে মারধর গৃহকর্তা এবং তার ছেলেকে। দুষ্কৃতীদের আঘাতে রীতিমতো জখম হয়েছেন তারা দুজনে। ঘটনার কারনে চেঁচামেচি হতেই এলাকার লোক বেরিয়ে আসে এবং ডাকাতদের সঙ্গে স্থানীয়দের খন্ড যুদ্ধ বেধে যায়। এরপর ডাকাতরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করার উদ্দেশ্যে ভয় দেখিয়ে চম্পট দিতে গিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ ফেলে যায়। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
{link}
ঘটনাটির প্রতক্ষদর্শী গৃহকর্তার ছেলে জানিয়েছেন, ডাকাতদের প্রত্যেকের হাতেই অস্ত্র ছিল। বাধা দিতে গেলে তারা আঘাত করে ও পাল্টা হামলা চালায়। তবে ডাকতদলের হাত থেকে বাবা-মা কে রক্ষা করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন আহত ব্যাক্তি। ঘটনাটিকে ঘিরে মধ্যরাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয়েরা ঘটনাস্থলে ছুটে আসেন। উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিককালে ডাকাতির ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে শহরজুড়ে। এই ঘটনা যেন সেই নথি আবারও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হাওড়ার সাধারন মানুষের মধ্যে সুরক্ষা নিয়ে যে একটি প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে তা স্পষ্ট। তবে জেলার আইনকানুন নিয়ন্ত্রনে রাখতে এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করতে তৎপর জেলা পুলিশ।
{ads}