header banner

দক্ষিন ২৪ পরগনায় রাতের অন্ধকারে পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিন ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পাবনা এলাকায় মন্ডল ফ্যামিলির বাড়িতে বুধবার রাতে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি। চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্কে পরিবার। গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে এসে প্রথমে বাড়ির সামনে বাড়ির লোকজনকে ডাকাডাকি করে। না সাড়া পেয়ে দুষ্কৃতিরা বাড়ির মেন গেট ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়ির লোকজনকে বন্দুক দেখিয়ে আলমারি ভেঙে সোনার গহনা সহ প্রায় তিন লক্ষ টাকার মতন লুঠ করে নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আক্রান্ত পরিবার পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

{link}
আক্রান্ত পরিবারের অভিযোগ নগদ বেশ কিছু টাকা ও সোনার গহনা ছিল। প্রথমে চাবি চাওয়া হয়, চাবি না পেয়ে আলমারির ভিতর লকার ভেঙে যা হাতের কাছে পাওয়া যায় সবই নিয়ে যায় ডাকাত দল। অন্ধকারে কিছু গহনা মেঝেতে পড়ে যায়। সেগুলিই পাওয়া গেছে। পুলিশ সূত্রে খবর, রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায় একটি অটো নিয়ে আসে দুষ্কৃতীরা। সিসিটিভির ফুটেজ দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করার প্রচেষ্টা করা হচ্ছে। 
{ads}

news South 24 Paragana Robbery West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Latest Article