header banner

দিনে দুপুরে হাওড়ায় ডাকাতি

আজ দুপুরে হাওড়া রামরাজাতলায় একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ।৫ জন সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল গ্রাহক সেজে ঢুকে পরে এই আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে। সেই সময় এই প্রতিষ্ঠানের মধ্যে থাকা ১৬ জন গ্রাহককে প্রাণের ভয় দেখিয়ে তাদেরকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়।একই ছকে প্রতিষ্ঠানের কর্মীদেরও ঢুকিয়ে দেওয়া হয় ঘরে কার্যত তারা গৃহবন্দি হয়ে যান পরে সংস্থার  ম্যানেজারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তারা ভল্ট খোলাতে বাধ্য করে দুষ্কৃতীরা। অবাদে আনুমানিক ২৬ কেজি ওজনের সোনা ও নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে  চম্পট দেয় দুষ্কৃতী দল।
ঘটনাস্থলে এসে পৌছায় জগাছা থানার পুলিশ শুরু হয় তদন্ত।হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের বেশ কয়েকজন পদস্ত কর্তা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান, প্রাথমিক ভাবে সিসি টিভির ফুটেজ এবং একই সঙ্গে ব্যাঙ্কে থাকা গ্রাহক এবং সংস্থার কর্মীদের কাছে দুষ্কৃতীদের প্রাথমিক পরিচয় জেনে নেওয়ার চেষ্টা করে পুলিশ।

মূলত দুষ্কৃতীরা কি ভাষায় কথা বলছিলো তারা কি পোশাক পড়েছিল সে বিষয় গুলি সম্পর্কে নিশ্চিত হতে চায় পুলিশ তদন্তের কিনারা কিংবা অগ্রগতির ক্ষেত্রে প্রাথমিক কিছু সূত্র পেয়েছে পুলিশ।ডাকাতির ঘটনার পরে পরেই হাওড়া, হুগলী পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা বর্ডার এলাকার থানা গুলিকে সতর্ক করে দেয় পুলিশ ।প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায় যে ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত থাকার কারণে কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত ও আটক করতে পেরেছে পুলিশ। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ যে নিরাপত্তার অভাবের কারণেই ভয়ঙ্কর এই ডাকাতির ঘটনা ঘটেছে ।
 

Roberry Howrah Westbengal Chief Minister West Bengal Durga Puja kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 traditional puja food covid19 non-vgetable indep

Last Updated :