নিজস্ব সংবাদদাতা, হাওড়া: মঙ্গলবার হাওড়ার জগাছা থানার অন্তর্গত আড়ুপাড়া এলাকায় সরকারী প্রকল্পের নির্মীয়মান জলের ট্যাঙ্কের ছাদ ভেঙে দুর্ঘটনা। দুপুরেই কাজ চলাকালীন ছাদ ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছেন কর্মরত ৫ জন শ্রমিক। তাদের দ্রুত উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। ওই জলের ট্যাঙ্কে আনুমানিক ৪০ জন শ্রমিক কর্মরত ছিল। দুর্ঘটনার সময় অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে ছাদে থাকার কারনে ৫ জনেরই অধিক চোট লেগেছে।
{link}
তবে প্রশ্ন ওঠে কিভাবে ভেঙে পড়ল জলের ট্যাঙ্কের ছাদ? সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। বিষয়টি সম্পূর্ন তদন্ত করে দেখবে পুলিশ। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত নির্মানের দায়িত্বে থাকা কোম্পানির তরফে কোনরকম প্রতিক্রিয়া আসেনি। স্থানীয় এলাকায় ঘটনাটি নিয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়। জলের ট্যাঙ্কটির ছাদ ভেঙে পড়ায় ক্ষতিও যে হয়েছে তা স্পষ্ট।
{ads}