শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ইতিমধ্যে খবরে প্রকাশ প্রায় ৭১ কোটি টাকা দুর্নীতির দায়ে পুলিশ গ্রেফতার করেছে গুজরাটের (Gujarat) মন্ত্রী পুত্র বলবন্ত সিং খাবাড়ে। আর তার পরেই আক্রমন শানিয়েছেন একাধিক তৃণমূল নেতা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মডেল রাজ্য' গুজরাতের শাসনব্যবস্থার সততা নিয়ে প্রশ্ন তুলছে।
{link}
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে আলোচনা তীব্র আকার ধারণ করেছে। তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে সরব হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মন্ত্রী ডঃ শশী পাঁজা প্রধানমন্ত্রী মোদীকে "না খাউঙ্গা, না খানে দুঙ্গা" প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন। শশীর অভিযোগ, নরেন্দ্র মোদী এবং গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল উভয়ের নীরবতাই আসলে বিজেপির নৈতিক বিশ্বাসযোগ্যতাকে তলানিতে এনে ঠেকিয়েছে। তৃণমূল কংগ্রেসের আর এক নেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ, বিজেপির গুজরাতকে 'মডেল রাজ্য' হিসেবে তুলে ধরার সমালোচনা করে বলেন, "মডেল" যদি দরিদ্রদের শোষণের কথা বলে, তাহলে এটি বিজেপির শাসন মডেলকে যথাযথভাবে বর্ণনা করে।
{link}
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্তও একই কথা বলেন। ঋজু গুজরাতের তুলনায় পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্র সরকারের আচরণের অসঙ্গতি তুলে ধরেন। কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া এবং ছোটখাটো অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু করার কথা মনে করিয়ে দেন। সেখানে গুজরাতে একটিও দুর্নীতির মামলায় কোনও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ তোলেন।
{ads}